এক ব্যাক্তি তার জীবনে নতুন দিসা নিয়ে জীবনের প্রথম কর্ম পথ হিসাবে চিকিৎসা পথ বেছে নেয়।ঐ ব্যাক্তি যখন সংসার জীবন শুরু করে সেই দিন থেকে তার জীবনের হতাস ময় জীবনের সূত্রপাত হয়।নানা ভাবে তার সংসার জীবন কুলসিত হয়ে ওঠে।এই ভাবে তার চিকিৎসা কর্মসূচী জীবনের ইতি ঘটে।এর পর ঐ ব্যক্তি জীবন বেঁচে থাকার লড়াই লড়তে নানা ধরনের ছোটো খাটো কর্ম বেচে নিয়ে দিনপাত করতে থাকে ।এই ভাবে চিকিৎসা কর্মপথ হারানোর যন্ত্রনায় মর্মাহত হয়ে জীবেন অনেকটা সময় নষ্ট হয়।
অবশেষে ঐ ব্যাক্তি এক নেটওয়ার্ক জীবনে পদক্ষেপ গ্রহন করে জীবনটা নতুন ভাবে শুরু করে । কিছু সময় পর ঐ ব্যাক্তি আবার পারিবারিক অশান্তির আগুনে পুড়তে শুরু করে ।এমতো অবস্তায় ঐ ব্যাক্তি আবার ঐ কর্মসূচি পরিত্যাগ করার সিদ্ধান্ত গ্রহন করে ।পরিবারকে খুশি রাখার জন্য একটি দারোয়ানের কর্ম শুরু করে জীবন কাটাতে থাকে । হঠাৎ একদিন এক মানি-মার্কেটিং কোম্পানির এক জন লিডারের সাথে আলাপ হয় এবং লিডারের মটিভেশন এ উৎফুল্ল হয়ে নতুন দিশা নিয়ে কাজ শুরু করে।ভালোই চলছিলো ।
বছর খানেক যেতে না যেতে হঠাৎ মানি-মার্কেটিং কোম্পানির উঠে যাওয়ার হিরিক পড়ে যায় ।চারি দিক থেকে পাওনাদারগণ আক্রমন করে ঐ ব্যক্তির উপর।কোনো রকমে সকল পাওনাদারগণদের শান্ত করার জন্য নিজে বকেয়া অর্থ ধীরে ধীরে পরিশোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি কোম্পানির একাউন্টের কাজ বেছে নিয়ে এবং টিউশান করে বকেয়া অর্থ পরিশোধ করতে থাকে।অর্থিক অনাটন ও পারিবারিক দূর্বিষয় জীবন যন্ত্রনার বেদনা বুকের মধ্যে চেপে রেখে ঐ ব্যক্তি কম্পিউটার প্রশিক্ষন গ্রহন করে একটি কম্পিউটার সেন্টার করার সিদ্ধান্ত গ্রহন করে এবং কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র স্থাপন করেন ।এই ভাবে চলতে থাকে ।
হঠাৎ একদিন কম্পিউটার সেন্টারের এক ছাত্রীর মাধ্যমে ঐ ব্যাক্তি এক মাল্টিলেবেল কোম্পানির কথা জানতে পারে এবং তখন ঐ ব্যাক্তি উক্ত বিষয় গুরত্ব দেয় না ।কিন্তু হঠাৎ একদিন ঐ MLM কোম্পানীর এক নেত্রীর কথায় উৎফুল্ল হয়ে ঐ ব্যক্তির মনে নতুন ভাবে জেগে ওঠার প্রবনতার সৃস্টি হয় এবং উৎফুল্ল মনে উদ্দগের সাথে কাজ টি শুরু হয়।কিন্তু আবার ধ্বংস নেমে আসে তার জীবনে পারিবারিক যন্ত্রনার শিকার হয়।এমনতো অবস্তায় ঐ ব্যক্তি সিদ্ধান্ত যে সে তার জীবনের বাকী দিন গুলো দ্রুতো মৃত্যুর পথের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং নিজেকে জিন্দা লাস বানিয়ে রাখবে ।
No comments:
Post a Comment